
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সল্টলেকের গোলকধাঁধায় পথ হারিয়েছিলেন টেট (TET) পরীক্ষার্থী (Examinee)। খড়দহ থেকে আসছিলেন তিনি। অ্যাডমিট কার্ডে লেখা ছিল, সেচ ভবনের সামনে আচার্য প্রফুল্লচন্দ্র হাইস্কুল ফর বয়েসে তাঁর টেট পরীক্ষার সিট পড়েছে। সেইমতো বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু বিধাননগর স্টেশন থেকে ধরা অটো ভুল জায়গায় নামিয়ে দেয় বলে অভিযোগ। এদিকে ১১ টা বাজতে আর অল্প সময়ই বাকি, তারপর আর পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। ঠিক তখনই দেবীদাস গাঙ্গুলি নামে ওই পরীক্ষার্থীর ত্রাতা হয়ে দেখা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। তারা বাইকে করে খড়দহ থেকে আসা দেবীদাসবাবুকে ১১ টা বাজার আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।

শুধু দেবীদাস গাঙ্গুলি নয়, সল্টলেকে (Saltlake) এরকম আরও বেশকিছু টেট পরীক্ষার্থী শেষ মুহূর্তে পুলিশের সাহায্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন। এক তরুণী পরীক্ষার্থীর হাত ধরে ছুটতে ছুটতে পরীক্ষাকেন্দ্রে ঢোকেন মহিলা কনস্টেবল। ঠিক তখন পরীক্ষাকেন্দ্রের দরজা বন্ধ হচ্ছিল।

রাজ্যজুড়ে মোট ১,৪৬০ টি পরীক্ষাকেন্দ্রে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী টেট দিচ্ছেন। এর মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিয়ন্ত্রণাধীন এলাকায় ১৫ টি কেন্দ্রে টেট পরীক্ষা হচ্ছে। তারমধ্যে সল্টলেকেই আছে ১০ টি পরীক্ষাকেন্দ্র। তবে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য সকাল থেকেই তৎপর ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। উল্লেখ্য, বেলা ১২ টায় টেট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে।