এদিন সম্ভাব্য কোভিড রোগীর বেশ কিছু উপসর্গ চিহ্নিত করে দিয়েছে কেন্দ্র সরকার। বলা হয়েছে, মাথা ব্যথা, গা-হাত-পা ব্যথা, গলা ব্যথা, জ্বর, গন্ধহীনতা, শ্বাসকষ্ট, বমি এবং ডায়েরিয়া এই সমস্ত উপসর্গ থাকলেই কোভিড পরীক্ষা করা বাধ্যতামূলক। যাঁদের এই উপসর্গগুলি আছে তাঁদের অবিলম্বে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে দিল্লি।
এই সমস্ত উপসর্গ থাকলে সেই রোগীকে আইসোলেশনে রাখতে হবে। মানতে হবে সমস্ত বিধিনিষেধ। এদেশে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্ত হয়েছে ১২০০ জন। মহারাষ্ট্র এবং দিল্লিতে ওমিক্রন সবচেয়ে বেশি ছড়িয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে শুক্রবারই কোভিড আক্রান্তের সংখ্যা দেশে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন।