
দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই কোভিড টাস্ক ফোর্স (Covid Task Force) বলেছিল, অতিমহামারীর (Pandemic) দ্বিতীয় ওয়েভের (Second wave) সময় প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ ব্যবহার করা হয়েছে। এবার তৃতীয় ওয়েভ নিয়ে নির্দেশিকা প্রকাশ করল টাস্ক ফোর্স। তাতে চিকিৎসকদের উদ্দেশে বলা হয়েছে, কোভিড রোগীদের স্টেরয়েড না দিলেই ভাল হয়। কারণ তাতে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়।
নির্দেশিকায় বলা হয়েছে, সংক্রমণ তিন রকমের হতে পারে। মৃদু, মাঝারি ও গুরুতর। যদি দু’-তিন সপ্তাহ ধরে রোগীর কাশি থাকে, তাহলে রোগীর যক্ষ্মা হয়েছে কিনা, তাও পরীক্ষা করা উচিত। গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য তথা কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পল বলেন, স্টেরয়েডের মতো ওষুধ যেভাবে ঘন ঘন ব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনও কোভিড রোগীর যদি শ্বাসকষ্ট না থাকে, তাহলে তাঁর উপসর্গ মৃদু বলে ধরে নিতে হবে। তাঁকে হোম আইসোলেশনে থাকতে হবে। পরে যদি তাঁদের শ্বাসকষ্ট হয়, প্রবল জ্বর হয়, পাঁচদিন ধরে প্রচণ্ড কাশি থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাঁদের শ্বাসকষ্ট আছে এবং রক্তে অক্সিজেন লেভেল ৯০ থেকে ৯৩-এর মধ্যে ওঠানামা করছে, তাঁদের ভর্তি হতে হবে হাসপাতালে। ওই রোগীদের অক্সিজেন সাপোর্টও দিতে হবে।
শ্বাসকষ্টের পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন যদি ৯০-এর নীচে নেমে যায়, তাহলে সেই ব্যক্তির সংক্রমণ গুরুতর বলে ধরে নিতে হবে। তাঁকে নিয়ে যেতে হবে আইসিইউ-তে। তিনি রেসপিরেটরি সাপোর্টে থাকবেন।