Latest News

ফের ভূস্বর্গে জঙ্গি হামলা! পুলওয়ামায় গুলিবিদ্ধ বাংলার শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: ফের ভূস্বর্গে জঙ্গি হামলা। সাধারণ মানুষের ওপর নির্বিশেষে গুলি চালাল জঙ্গিরা (Terror Attack)। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামায় জঙ্গি হামলায় আহত হলেন এক বাংলার শ্রমিক। কাজের সূত্রে কাশ্মীরে থাকতেন তিনি। এদিন সকালে গুলিবিদ্ধ হন তিনি।

জানা গেছে, আহত শ্রমিকের নাম মনিরুল ইসলাম। উত্তর দিনাজপুরের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খরব, শুক্রবার সকালে জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে। জঙ্গিদের চালানো এলোপাথাড়ি গুলিতে আহত হন এক পরিযায়ী শ্রমিক।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে জঙ্গিদের খোঁজে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি। এই নিয়ে বিগত কয়েকদিনে জঙ্গিদের গুলিতে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিত ও পরিযায়ী শ্রমিক আহত ও নিহত হয়েছেন।

হিমালয়ে বরফ গলছে, হিমবাহ ভাঙা জলের তোড়ে আরও ভয়াবহ হতে পারে পাকিস্তানের বন্যা

You might also like