Latest News

পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আত্মঘাতী হামলার ছক কষছে জাকির মুসার জঙ্গি সংগঠন

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে বড়সড় আত্মঘাতী হামলার ছক কষছে জাকির মুসার জঙ্গি সংগঠন।

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই হামলা করার জন্য নিজের দল গাজওয়াত উল হিন্দ-এ বেশ কিছু নতুন নিয়োগও করেছে মুসা। জানা গিয়েছে, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে পুলিশ কর্মী এবং বিভিন্ন সরকারি দফতরকেই নিজেদের হামলার টার্গেট বানাতে চলেছে জাকির মুসা ওরফে জাকির রশিদ ভট্ট। নিজের ডেপুটি রেহানকে সঙ্গে নিয়েই এই হামলার প্ল্যান তৈরি করছে মুসা।

গোয়েন্দা সংস্থার মতে ইতিমধ্যেই সম্ভবত রেহান পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরে তাদের টার্গেট করা এলাকাগুলোতে রেইকি করে এসেছে। অনুমান, তাদের মূল লক্ষ্য বিভিন্ন সরকারি অফিস এবং পুলিশের চেকপোস্টে হামলা চালানো। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের আগে কিংবা পরে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদও হামলা চালাতে পারে এ দেশে। এ বিষয়ে অনেক আগেই সতর্কবার্তা দিয়েছে গোয়ান্দা সংস্থা। আর এর মধ্যেই প্রকাশ্যে এল মুসার আত্মঘাতী হামলার খবর।

সূত্রের খবর, ইতিমধ্যেই উপত্যকায় দলের লোক পাঠিয়েছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। জম্মু ও কাশ্মীরের তরুণদের জঙ্গি কার্যকলাপে যুক্ত করাই এদের মূল লক্ষ্য। ঠিক একই ভাবে উপত্যকায় দলের লোক পাঠিয়ে দিয়েছে জাকির মুসাও।

রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। দিল্লির পাশপাশি পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরকেও মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

 

You might also like