
শুভেন্দু-দিলীপদের হাতে পেন্সিল! মমতার নেমন্তন্ন মোদীকে
গত অক্টোবরে সন্ত্রাসবাদীরা আলোচিবাগ এলাকার বাসিন্দা সুপিন্দর কৌর ও জম্মুর বাসিন্দা দীপক চাঁদকে সঙ্গম ঈদগায় খুন করে। উপত্যকায় নিরস্ত্র নাগরিক ও অ-স্থানীয় বাসিন্দাদের ওপর সন্ত্রাসবাদী হামলা আচমকা বেড়ে যায়। শ্রীনগরে খুন হন নামী ওষুধ দোকানের মালিক, এক ভেলপুরীওয়ালা, এক ট্যাক্সি স্ট্যান্ড কর্মী। তার মধ্যেই প্রাণ হারাতে হয় সুপিন্দর, দীপককে। দুজনেই ছিলেন শিক্ষক।
চলতি সপ্তাহেই সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের এক ডিস্ট্রিক্ট কম্যান্ডারকে কুলগামে গুলি করে মারে নিরাপত্তাবাহিনী। গত সপ্তাহে দুই টিআরএফ শীর্ষনেতা পুলিশের গুলিতে খতম হয়। এদের মধ্যে ছিল শাকির নাজার নামে এক উচ্চস্তরের কম্যান্ডার।