Latest News

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু, লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন হাওড়ার ২ যুবক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নবমীর সকালে দিঘা (Digha) যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার (road accident) কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল হাওড়া দুই যুবকের। এদিন ভোররাতে দু’জন বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিকল্পনা ছিল, সকালে দিঘা পৌঁছে সমুদ্রে স্নান করবেন। কিন্তু দিঘা পৌঁছনোর আগেই সব শেষ।

মঙ্গলবার, নবমীর দিন সাতসকালে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ওই দু’জনের। তাঁদের গাড়ির সামনের অংশটি ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের উপর মারিশদা ভাঁইটগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জাতীয় সড়কের একধারে ওই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পণ্য বোঝাই লরিটি দাঁড়িয়েছিল। হঠাৎই পেছন এসে সজোরে ধাক্কা মারে গাড়িটি। লরির পেছনে একেবারে দুমড়ে মুচড়ে ঢুকে যায় সেই চারচাকা। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার ওসি সৌমেন গুহ ও বিশাল পুলিশ বাহিনী। তাঁরাই মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

নবমীর সকালে সোনাই নদীতে উদ্ধার মৃতদেহ! চাঞ্চল্য ভারত-বাংলাদেশ সীমান্তে

You might also like