
দ্য ওয়াল ব্যুরো: রবিবার টলিপাড়ায় শোকের ছায়া। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হল টেলি অভিনেত্রী (Television Actress Death) পল্লবী দে-র। একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি (Pallabi De)। বাংলা সিরিয়ালের চেনা মুখ। কেন এভাবে মৃত্যু হল কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন: বলিউড নয়, মাইক্রোবায়োলজিতে কেরিয়ার গড়তে চেয়েছিলেন মাধুরী! ১৭-তেই বাঁক নেয় জীবন
গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি পল্লবী দে-র (Television Actress Death)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আমি সিরাজের বেগম’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি (Pallabi De)। সেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছিল। সিরাজউদ্দৌল্লার বেগম লুৎফার ভূমিকায় নজর কেড়েছিলেন পল্লবী।
পরিবার সূত্রের খবর, এদিন সকালে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখা যায় পল্লবীকে। তাঁর মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
ছোটপর্দায় পল্লবী প্রথম সুযোগ পান কালার্স বাংলার ধারাবাহিক ‘রেশমঝাঁপি’তে। তারপরেই ডাক আসে ‘আমি সিরাজের বেগম’-এর জন্য। ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল পল্লবীর অভিনয়। বর্তমানে ‘মন মানে না’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি।