
রাজনৈতিক মহলের অনুমান, কেসিআরের এমন ঘোষণার পিছনে সম্ভাব্য কারণ, এক, নিজের রাজ্যের কৃষক সমাজকে কাছে টানার বার্তা দিতে চাইলেন তিনি, যদিও সাম্প্রতিক কৃষক অবস্থান আন্দোলনে সামিল কৃষকরা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের। দ্বিতীয়তঃ ২০২৪ এর লোকসভা নির্বাচন সামনে রেখে বিজেপি-বিরোধী জোট তৈরির যে প্রক্রিয়া দানা বাঁধছে, তাতে নিজের ভরসাযোগ্য ভাবমূর্তি তৈরি করা।
গতকাল মোদী গুরু নানকের জন্মদিনে দেশব্যাপী আলোড়ন ফেলা সিদ্ধান্ত ঘোষণার পরই কেসিআরের দল দাবি করে বসে, তাঁর বৃহস্পতিবারের ধরনা কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের অন্যতম কারণ। সাংবাদিক সম্মেলনে টিআরএসের নেতা-মন্ত্রীরা বলতে থাকেন, কেসিআর ধরনায় বসায় কেন্দ্রের মোদী সরকার ভয় পেয়ে যায়,পাছে কৃষক আন্দোলনের রেশ উত্তর থেকে দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে এবং কেসিআর তার নেতৃত্ব দেন, তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। টিআরএস এমপিরাও বলা শুরু করেন,কেসিআর ইন্দিরা পার্কে ধরনায় বসতেই কেন্দ্র নড়েচড়ে বসে। কৃষি সংক্রান্ত ইস্যুতে একাধিক মুখ্যমন্ত্রী কেসিআরকে অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন।
কেসিআরের ঘোষণার প্রশংসা করে ট্যুইট করেন দলের শীর্ষ নেতা-মন্ত্রী কেটি রাম রাও।
Proud of Hon’ble @TelanganaCMO #KCR Garu for announcing ₹3 lakh ex gratia to all the 750 plus farmers who lost lives fighting the #FarmLaws in NCR 👍
He also demanded Govt of India to announce ₹25 lakh ex gratia to each farmer family & also withdraw all cases unconditionally
— KTR (@KTRTRS) November 20, 2021