
দ্য ওয়াল ব্যুরো: পুজোর জন্য থালায় রাখা ছিল নারকেলের কাটা টুকরো (coconut piece)। অনেকক্ষণ ধরেই কাঁদছিল এক বছরের শিশু। তাকে শান্ত করতে সেই টুকরো করা নারকেল খেলনা হিসেবে তার হাতে তুলে দেন শিশুটির বাবা-মা। কিছু না বুঝেই তা মুখে পুরে দেয় একরত্তি। তার জেরেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হল শিশুটির (child death)।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নেক্কন্ডা মণ্ডলে। সূত্রের খবর রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ একনাগাড়ে কাঁদছিল মণিকান্ত নামে শিশুটি। তাকে শান্ত করার জন্য পুজোর থালা থেকে কেটে রাখা একটি নারকেলের টুকরো নিয়ে খেলনা হিসেবে ছেলের হাতে তুলে দেন শিশুটির মা বাবা। ছোট্ট শিশু কিছু না বুঝেই মুখে পুরে দেয় সেই টুকরো।
সঙ্গে সঙ্গেই তার গলায় আটকে যায় সেটি। শ্বাসকষ্ট হতে শুরু করে একরত্তি মণিকান্তর। সময় নষ্ট না করেই ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন শিশুটির মা-বাবা কবিতা এবং বাদাওয়াত। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে পথেই মৃত্যু হয় শিশুটির।
শ-খানেক দেহ পোঁতা রয়েছে মাটির তলায়! অভিযোগ পেয়েই খোঁড়া হল বাড়ির উঠোন, তারপর…