
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দুই বগির মধ্যে ভ্যাকুয়াম ক্যাপলার খুলে বিপত্তি (Technical Fault In Train)। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা। রবিবার বিকেলে শিয়ালদহ-রানাঘাট শাখার (Sealdah-Ranaghat) শ্যামনগর রেলস্টেশনে ঘটনাটি ঘটে।
এদিন বিকেল চারটে ৫২ মিনিটে স্টেশনের ডাউনলাইনে ঢুকছিল কৃষ্ণনগর লোকাল। প্লাটফর্মে ঢোকার পর ৪ নম্বর এবং ৫ নম্বর বগির মাঝখানের ভ্যাকুম ক্যাপলার হঠাৎই খুলে যায়। ফলে দুই কামরার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি শুরু করেন। বিশৃঙ্খলা ছড়ায় প্ল্যাটফর্মে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘এবার ওই গাছ কেটে ফেলবেন তো?’ অনুষ্ঠানে এসে কেন এমন কথা বললেন সভাপতি
ঘটনার জেরে শিয়ালদহ মেন লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রীদের অভিযোগ, চলন্ত অবস্থায় এমন দুর্ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা হয়ে যেত। ভাগ্যের জোরে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।
এই ঘটনা সম্পর্কে এখনও রেলের তরফ থেকে কোন সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়নি। তবে রেল পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা। পুরনো রেকগুলিকেই রং করে নতুন বলে চালানোর হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। রেলের যাত্রী টিকিটের মূল্য আগের থেকে অনেক গুণ বৃদ্ধি হলেও পরিষেবা সেই তলানিতেই থেকে গিয়েছে।