Latest News

গেমসের ফাইনালে হরমনপ্রীতরা, ইংল্যান্ডকে হারিয়ে পদক নিশ্চিত করলেন ভারতের মেয়েরা

দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মান্ধানার (Mandhana) ব্যাটিং দাপট দিয়ে শুরু, তারপর ম্যাচ যত এগিয়েছে ভারতীয়দের রাশ হাতে এসেছে। সেই কারণে গেমসের সেমিফাইনালে (CWG Cricket) ইংল্যান্ডকে চার রানে হারিয়ে পদক নিশ্চিত করলেন দেশের মেয়েরা। প্রথমবার কমনওয়েলথ গেমস খেলতে নেমেই ফাইনালে উঠল ভারতীয় দল।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান।

স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি বর্মা মাত্র ১৫ রান করে আউট হন। তাঁরা ফিরলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কাউর এবং জেমাইমা রডরিগেজ। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হরমনপ্রীত।

সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে ভারত। ওপেনার স্মৃতি মান্ধানা ৩১ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। ৩১ বলে ৪৪ রানের দারুণ ইনিংস খেলেছেন জেমাইমা রডরিগেজও।

২৩ বলে ৫০! টি ২০-তে দ্রুততম হাফসেঞ্চুরি মান্ধানার, ভাঙলেন নিজেরই রেকর্ড

১৬৫ রানের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভাল শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ৬ ওভারে ৫৮ রান তুলে ফেলেন ইংল্যান্ডের মেয়েরা। কিন্তু তারপরই দুর্দান্ত কামব্যাক করে ভারত। মাঝের ওভারগুলিতে ভারতের স্পিনারদের বিরুদ্ধে সেভাবে রান তুলতে পারেনি ইংরেজরা। সেটারই খেসারত দিতে হল তাঁদের। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শেষ হল ১৬০ রানে। ভারত জিতল ৪ রানে।

এদিকে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হরমনপ্রীত এই নিয়ে মোট ৭৩টি ম্যাচে নেতৃত্ব দিতে নামেন ভারতকে। ধোনিকে এখানেই তিনি টপকে গিয়েছেন। ধোনি টি ২০-তে ৭২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। হরমন টপকে গেলেন মাহিকে।

You might also like