
দ্য ওয়াল ব্যুরো: জুম অ্যাপে অনলাইনে পড়াচ্ছিলেন (online class) যুবক। সেইসময়ই ঘটল ভয়াবহ কাণ্ড! দুই আততায়ীর হাতে খুন (murder) হলেন বেসরকারি স্কুলের এক শিক্ষক (teacher)। নিহতের নাম কৃষ্ণ কুমার যাদব (৩৫)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডায় (Gonda)।
এদিকে তখন ফোনে জুম কল চলার কারণে গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে যায়। সেই রেকর্ড ফরেনসিক বিশেষজ্ঞদের হাতে এসেছে। পরে সেই ভিডিওর ভিত্তিতেই দুই অভিযুক্তকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই যুবকের নাম সন্দীপ কুমার এবং জগ্গা মিশ্র। জানা গেছে, তারা কৃষ্ণ কুমার যাদবের বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে খুন করে।
তদন্তের প্রেক্ষিতে গোন্ডা কোতোয়ালির পুলিশ অফিসার রাকেশ সিং বলেছেন, “জুম কলের রেকর্ড খতিয়ে দেখে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সন্দীপ কুমার স্বীকার করেছে যে, সে রাস্তায় কৃষ্ণের বোনের পিছু নিত। এ কথা কৃষ্ণ জানতে পেরে সন্দীপকে হুঁশিয়ারি দেন যে তিনি বিষয়টি পুলিশকে জানাবেন। এরপরই অভিযুক্তরা তাঁর বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে।”
পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণ কুমার যাদব আম্বেদকরনগরের বাসিন্দা। সেখানেই এক বেসরকারি স্কুলে তিনি শিক্ষকতা করতেন। সেখান থেকে বাড়ি ফিরে সন্ধেয় প্রাইভেট ক্লাস নিতেন। এমনিতে কোনও ঝুটঝামেলার মধ্যে থাকতেন না তিনি। কিন্তু বোনের সঙ্গে এলাকার দুই যুবকের অভব্য আচরণের প্রতিবাদ করে অকালে মরতে হল তাঁকে।
স্বামীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ! মহিলাকে বেধড়ক মেরে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরাল ননদ