Latest News

টাটা এবার আইপিএলের টাইটেল, বিদায় নিচ্ছে ভিভো

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের টাইটেল স্পনসর হিসাবে সরছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। সেই জায়গায় নতুন স্পনসর হচ্ছে টাটা গ্ৰুপ।

মঙ্গলবার আইপিএলের চেয়ারম্যান ব্রীজেশ প্যাটেল একথা জানান সংবাদসংস্থা পিটিআইকে। ২০২০ সালে এই টাইটেল স্পনসর থেকে সরতে হয়েছিল চিনা কোম্পানি ভিভোকে। তবে গত বছর আইপিএলেই ফিরেছিল ভিভো। এই বছর ভিভোর জায়গায় বিশ্বের অন্যতম ক্রিকেট লীগের টাইটেল স্পনসর হচ্ছে ভারতীয় কোম্পানি টাটা গ্ৰুপ। এদিন পরিচালনা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

২০১৭ সাল থেকে ২০২২ সালে আইপিএলে টাইটেল স্পনসরের চুক্তি হয়েছিল ভারতীয় বোর্ডের সঙ্গে। ২২০০ কোটি টাকার চুক্তি হয়েছিল বোর্ডের সঙ্গে। যদিও ২০২০ সালে দেশজুড়ে চিন বিরোধিতা চরমে থাকায় বাতিল করা হয়েছিল ভিভোকে। সেই জায়গায় ড্রিম ১১-এর স্পনসরশিপে হয়েছিল ওই মরসুমের আইপিএল। যদিও ২০২১-এ ফের ফিরে এসেছিল ভিভো।

You might also like