
দ্য ওয়াল ব্যুরো: ঝালদায় নিহত কাউন্সিলর তপন কান্দুর (Tapan Kandu) ওয়ার্ডে উপনির্বাচনে জয় পেলেন তাঁর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu)। কংগ্রেসই (Congress) কাউন্সিলর পদ দখলে রাখল। এদিন ভোট গণনা শেষে দেখা যায় মিঠুন জিতেছেন ৭৭৮ ভোটে। তৃণমূল প্রার্থী জগন্নাথ রজককে হারিয়েছেন তিনি।
জয় (Jhalda Bypoll) পেয়ে উচ্ছ্বসিত মিঠুন কান্দু। তিনি বলেন, এই জয় আসলে তাঁর কাকার জয়। মানুষই তাঁকে জিতিয়েছেন, মানুষই এই রায় দিয়েছেন। তিনি খুশি।

পুরুলিয়ার ঝালদার ওই ওয়ার্ড থেকে পুরসভা ভোটে জিতেছিলেন কংগ্রেসের তপন কান্দু। কিন্তু পুরসভা ভোটের কয়েকদিনের মাথায় সদ্য নির্বাচিত কাউন্সিলরকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। বাইকে চেপে এসে আততায়ীরা গুলি ছোড়ে তপন কান্দুকে লক্ষ্য করে। গুলি খেয়ে লুটিয়ে পড়েন তিনি।
সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। হাইকোর্টে মামলা হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তদন্ত চলছে। তার মাঝেই উপনির্বাচনের দিন দেখা গিয়েছিল সবচেয়ে বেশি ভোট পড়েছে এই ঝালদাতেই। সেখানে জয় পেলেন নিহত কাউন্সিলরের ভাইপো।
আরও পড়ুন: সিপিএম জিতল চন্দননগরে, ৩২ বছর পর ওয়ার্ড দখল! গণনা চলছে ঝালদা, পানিহাটিতে