
এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন অভিনেত্রী। টুইটারে এত বড় ভুল তথ্য দেওয়ায় তনুশ্রীর দিকে ধেয়ে আসে আক্রমণের ঝড়। এক নেটিজেন লিখেছেন, ‘“আপনি বিজেপি ছাড়লেন কেন? আপনি ওনাদের একদম সঠিক কর্মী হতে পারেন।” কেউ আবার লিখেছেন, “হোমওয়ার্কটা ভাল করে হয়নি। ফেসবুক থেকে দেখে টুইটারে পোস্ট।”
এরকম অসংখ্য তীক্ষ্ণ মন্তব্য শুনতে হয় তাঁকে। অবশ্য কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন প্রযোজক রানা সরকার। তিনি তনুশ্রীকে ট্যাগ করে লিখেছেন, ‘উনি অলিম্পিকে সোনা জেতেননি। তবে আশা করি আমরাও অলিম্পিকে সোনা পাব।’
আজ বিশ্ব ক্যাডেটে ৭৩ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন প্রিয়া। ফাইনালে বেলারুসের সেনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে দেন। প্রিয়ার জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এত বিতর্কের পরেও তনুশ্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বহাল তবিয়তে রয়েছে সেই টুইটটি।