Latest News

৫০০ তে ৫০০ পেয়ে সিবিএসই দ্বাদশের পরীক্ষায় যুগ্মভাবে প্রথম উত্তরপ্রদেশের যুবাক্ষী ও তানিয়া

দ্য ওয়াল ব্যুরো: আজই প্রকাশিত হয়েছে সিবিএসই (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণির (Class 12) ফল। আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা (Merit List) প্রকাশিত না হলেও জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বুলন্দশহরের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী তানিয়া সিং ৫০০ তে ৫০০ পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছেন। একই নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন সে রাজ্যেরই আর এক পড়ুয়া যুবাক্ষী ভিগও।

অস্বাস্থ্যকর প্রতিযোগিতার এড়াতে এই বছর মেধা তালিকায় প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা করা হয়নি বোর্ডের তরফে। তা সত্ত্বেও তানিয়ার প্রাপ্ত নম্বর সামনে আসার পর প্ৰথম স্থানাধিকারীর নাম নিয়ে সন্দেহের আর কোনও অবকাশ নেই।

মোট ১৬ লক্ষ পড়ুয়া এই বছর বোর্ডের পরীক্ষায় বসেছিল। এই বছর সিবিএসই বোর্ডে পড়ুয়াদের পাশের হার ৯২.৭১%। পাশের হার অনুযায়ী সবচেয়ে এগিয়ে রয়েছে কেরলের তিরুঅনন্তপুরম। সেখানে পাশের হার ৯৮.৮৩%। ৯৮.১৬% পাশের হার নিয়ে এর পরেই রয়েছে বেঙ্গালুরু। পাশের হার অনুযায়ী এই বছর ছেলেদের ছাপিয়ে গেছে ছাত্রীরা। রূপান্তরকামী পরীক্ষার্থীরা সকলেই পাশ করেছেন এই বছর।

পাশাপাশি বসতে আপত্তি করায় কোলে বসে পড়ল ছেলেমেয়েরা, কেরলে নীতিপুলিশির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

You might also like