Latest News

দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ! স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় ধুন্ধুমার তামিলনাড়ুর স্কুলে

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil nadu) স্কুলছাত্রীর আত্মহত্যার (Suicide) ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের (Post mortem)নির্দেশ দিল মাদ্রাজ উচ্চ আদালত। একই সঙ্গে এই ঘটনার জেরে ওই আবাসিক স্কুলের ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৩ জুলাই তামিলনাড়ুর কল্লাকুরিচিতে একটি আবাসিক স্কুলের এক ছাত্রী আত্মহত্যা করে। মৃতা ছাত্রীর পরিবারের তরফে দাবি করা হয়, স্কুলেরই দুই শিক্ষক ওই ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা করে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী একটি সুইসাইড নোট লিখে রেখে যায়, যেখানে সে জানিয়েছে, কয়েকটি বিষয়ে তার ফল ভালো হচ্ছিল না। এই কারণে শিক্ষকদের হাতে তাকে অপমানিত হতে হয় বলে সে জানায় ওই চিঠিতে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে ‘ঘর্ষণ’কে দায়ী করা হয়েছে। যদিও, ছাত্রীর পরিবারের আরও দাবি, আত্মহত্যার জায়গায় একটি দেওয়ালে রক্তমাখা হাতের ছাপ পাওয়া গিয়েছিল। তাঁদের দাবি, এর অর্থ হল, মৃত্যুর সময় শারীরিক বাধা বা ধাক্কাধাক্কির সম্মুখীন হয়েছিল ওই পড়ুয়া। এই ঘটনায় তাঁদের পছন্দের চিকিৎসকদের দ্বারা অটোপ্সি করার দাবি নিয়ে আদাদলতের দ্বারস্থ হন তাঁরা। যদিও সেই দাবি খারিজ করে দেয় আদালত।

তবে এই ঘটনায় দ্বিতীয় বারের জন্য ময়নাতদন্ত করার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।

গতকাল এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। ক্যাম্পাসের বাইরে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। অন্তত ১৫টি বাসে তারা আগুন লাগিয়ে দেয় বলে সূত্রের খবর। ঘটনায় পুলিশের সিনিয়র আধিকারিকরা সহ বহু মানুষ আহত হন। ইতিমধ্যেই স্কুলের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এবং করেসপন্ডেন্টকে আটক করেছে পুলিশ। স্কুল চত্বরে হিংসার ঘটনার জন্য একশোরও বেশি লোককে গতকাল নিজেদের হেফজতে নিয়েছে পুলিশ।

এই ঘটনায় বিক্ষোভকারী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত। সোস্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে যারা বিচারসভা বসাচ্ছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।

হোস্টেলের ‘পচা’ খাবার খেয়ে অসুস্থ ১৯ ছাত্রী, তুমুল অশান্তি মহম্মদবাজারে

You might also like