Latest News

নাবালককে বিয়ে করে অন্তঃসত্ত্বা ২০ বছরের কলেজ ছাত্রী! গ্রেফতার করা হল তাঁকে

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাস থেকে নিখোঁজ ছিল এক নাবালক (minor) ছাত্র। প্রায় ৬ মাস নিখোঁজ থাকার পর অবশেষে যখন তার খোঁজ মিলল, তখন তাজ্জব হয়ে গেলেন পুলিশ আধিকারিকরা। দেখা গেল, উঁচু ক্লাসের এক কলেজ পড়ুয়া তরুণীর সঙ্গে বিয়ে সেরে দিব্যি সুখে সংসার করছে সে। তবে সেই সুখ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। নাবালককে বিয়ে করার (marrying minor) অপরাধে তার ‘স্ত্রী’কে ইতিমধ্যেই গ্রেফতার (arresed) করেছে পুলিশ।

ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu) সালেম জেলার। ঘটনার সময় নিখোঁজ কিশোরের বয়স ছিল ১৭ বছর। বর্তমানে অবশ্য তিনি সাবালক। পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই কিশোর। তার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ ৬ মাস পর তার খোঁজ পান পুলিশ আধিকারিকরা। জানা যায়, ২০ বছর বয়সি এক কলেজ ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে। তাকে বিয়ে করে বর্তমানে অন্তঃসত্ত্বা (pregnant) তার ‘স্ত্রী’ ওই কলেজ ছাত্র।

ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নাবালককে বিয়ে করার অপরাধে পকসো আইনে ওই তরুণীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

একই ধরনের একটি ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কুড্ডুলুর জেলায়। একটি বাসস্টপের কাছে ১৭ বছর বয়সি এক কিশোরকে ১৬ বছরের এক নাবালিকার গলায় মঙ্গলসূত্র পড়িয়ে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। তা চোখে পড়তেই ওই কিশোরকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে নাবালক একটি হোমে পাঠানো হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে প্রশাসন! গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বেঙ্গালুরুর দম্পতির

You might also like