Latest News

চেয়ার পেতে দেরি, কর্মীর দিকে ঢিল ছুড়লেন তামিলনাড়ুর মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রীর (minister) রাগারাগি নতুন কোনও বিষয় নয়। কখনও সরকারি কাজের মান নিয়ে অসন্তোষ তো কখনও ব্যক্তিগত বিষয়ে আপত্তি। মন্ত্রীর মারমুখী হওয়ার ঘটনাও বিরল নয়। মন্ত্রী-অফিসারের হাতাহাতির ঘটনাও আছে।

মঙ্গলবার সেই তালিকায় নাম উঠল তামিলনাড়ুর (Tamil Nadu) মন্ত্রী এসএম নাসেরের। অগ্নিশর্মা মন্ত্রী এক কর্মচারীর দিকে ঢিল ছুড়ে মেরেছেন আজ। মন্ত্রীর ঢিল ছোড়ার টুকরো ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।

ঘটনার সূত্রপাত আজ দুপুরে। তামিলনাড়ুর পশুপালন মন্ত্রী নাসের আজ গিয়েছিলেন তিরুভাল্লুরে।

আগামীকাল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সেখানে যাবেন পশুপালন দফতরের অনুষ্ঠানে যোগ দিতে। মন্ত্রী আজ গিয়েছিলেন প্রস্তুতি দেখতে। প্রস্তুতি তখন তুঙ্গে। কিন্তু মন্ত্রীর জন্য কোনও চেয়ারের ব্যবস্থা ছিল না সেখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বলার পর মন্ত্রী বসবেন বলে একটি চেয়ার আনতে বলেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, অনেকক্ষণ অপেক্ষা করার পরও চেয়ার না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন নাসের। যে কর্মীকে চেয়ার আনতে বলেছিলেন, উত্তেজনার বশে মন্ত্রী তাঁকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারেন।

সেটি কর্মীর গায়ে লেগেছে কিনা তা জানা যায়নি। তবে মন্ত্রীর ঢিল ছোড়ার ভিডিওয় ছেয়ে গিয়েছে সমাজ মাধ্যম।

শ্রদ্ধা এক বন্ধুর সঙ্গে দেখা করে, তাতেই খেপে গিয়ে কুপিয়ে মারে আফতাব! ৬৬২৯ পাতার চার্জশিটে নয়া তথ্য

You might also like