Latest News

Taj Mahal : তাজমহলের ২২ টি দরজা খোলা যাবে না, আবেদন নাকচ হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো : তাজমহলের (Taj Mahal) বন্ধ থাকা ২২ টি দরজা খোলার জন্য এলাহাবাদ হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন এক বিজেপি কর্মী। তাঁর বক্তব্য ছিল, ওই দরজাগুলি খুললে সৌধের (Taj Mahal) প্রকৃত ইতিহাস প্রকাশিত হবে। কিন্তু বৃহস্পতিবার সেই আর্জি নাকচ করে দিল হাইকোর্ট। বিচারপতি পরিষ্কার বলেছেন, এই বিষয়টি কোর্টের এক্তিয়ারে পড়ে না। এসম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন ইতিহাসবিদরা।

বিজেপির যুব শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে আর্জি জানিয়েছিলেন, তাজমহলের (Taj Mahal) বন্ধ দরজাগুলি খোলার জন্য প্রত্নতত্ত্ব বিভাগকে নির্দেশ দেওয়া হোক। বন্ধ ঘরগুলিতে হিন্দু দেবদেবীর মূর্তি আছে কিনা, তা দেখা হোক। রজনীশের কথায়, “সত্য প্রকাশ্যে আসা উচিত”।

মোঘল আমলের ওই সৌধটির (Taj Mahal) রক্ষণাবেক্ষণ করে প্রত্নতত্ত্ব বিভাগ। সৌধটি বানিয়েছিলেন মোঘল সম্রাট শাহজাহান। ১৬৩২ খ্রিস্টাব্দে নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয় ১৬৫৩ খ্রিস্টাব্দে। ১৯৮২ সালে ইউনেস্কো ওই সৌধটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে।  

আরও পড়ুন : মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার, ২০২৪-এর লোকসভা ভোট তাঁর নেতৃত্বে

You might also like