
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস এভাবেই ফিরে ফিরে আসে। কথায় রয়েছে, বাপ কা বেটা…। সেটাই ক্রিকেট মাঠে দেখা গেল শিবনারায়ণ চন্দ্রপলের (Shivnarine Chanderpaul) হাত ধরে। একটা সময় ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে শিবনারায়ণ চন্দ্রপল ছিলেন বিশ্বস্ত একটা নাম। তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে ২০৩ রানের ডাবল সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। এবার তাঁর পুত্র তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul) ১১ বছর আগে করা বাবার স্মৃতি মনে করালেন।
জিম্বাবোয়ের বিপক্ষে তেজনারায়ণ ২০৭ রানের ইনিংস খেলেছেন। বুলাওয়ার মাঠে জুনিয়র চন্দ্রপল মেরেছেন ১৬টি চার ও তিনটি ছক্কা। দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রেথওয়েট ও তেজনারায়ণ চন্দ্রপল ৩৩৬ রানের জুটি গড়েছেন। ভেঙে গেল গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের ২৯৮ রানের ওপেনিং জুটির নজির।
এর আগে পিতা-পুত্রের টেস্টে ডাবল সেঞ্চুরির নজির ছিল পাকিস্তানের হানিফ মহম্মদ ও তাঁর পুত্র শোয়েব মহম্মদের। সেই নজির স্পর্শ করলেন চন্দ্রপলের বাবা-পুত্র। সবচেয়ে বড় কথা, শিবনারায়ণ চন্দ্রপল ছিলেন রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যান। উইকেটে পড়ে থেকে রান তুলতেন ধৈর্য্যের সঙ্গে। জুনিয়র চন্দ্রপলও তাই, তিনিও বাবার মতো উইকেটে পড়ে থেকে রান তুলতে সিদ্ধহস্ত। ওয়েস্ট ইন্ডিজের দশম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। তিনি বাবার টেস্ট রানও টপকে গিয়েছেন।