
দ্য ওয়াল ব্যুরো: ওঁর বয়েস নাকি ১২৫ বছর! কিন্তু শারীরিক ভাষা দেখে তা বোঝার উপায় নেই। অবলীলায় মাটিতে বসে নতজানু হচ্ছেন তিনি! যার সামনে মাথা নোয়ালেন প্রধানমন্ত্রীও (Narendra Modi)। কীভাবে তিনি এই বয়েসেও হাঁটু-মুড়ে বসে মাটিতে মাথা ঠেকালেন সেই চর্চায় সরগরম সোশ্যাল মিডিয়া (Viral Video)।
সোমবার পদ্মশ্রী (Padmashri) সম্মানে ভূষিত হলেন ১২৫ বছর বয়সী যোগগুরু । জানা যাচ্ছে, তিনিই সবচেয়ে বয়স্ক পদ্ম পুরস্কার প্রাপক। তবে তাঁর কৃতিত্বের জন্য দেওয়া পদ্মশ্রী নিতে তিনি যেভাবে মঞ্চে উঠলেন, হাঁটু-মুড়ে বসলেন যা দেখে অনেক কিশোরেরই হিংসা হতে পারে। ওই বয়েসেও তিনি যুবক!
সোমবার পদ্ম পুরস্কার নেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবনে যান তিনি। সেখানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও। তাঁর সামনেই হাঁটু-মুড়ে বসে নতজানু হন স্বামী শিবানন্দ (Swami Sivananda)। যা দেখে প্রধানমন্ত্রীও মাথা নোয়ান তাঁর সামনে। হাততালি দিয়ে প্রশংসায় ভরিয়ে দেন উপস্থিত অতিথিরা। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
কে এই স্বামী শিবানন্দ? (Viral Video)
১৮৯৬ সালের ৮ অগাস্ট তিনি জন্মগ্রহণ করেন। পারিবারিক আর্থিক সঙ্কটের কারণে বাবা-মাকে ছেড়ে চার বছর বয়েসেই তাঁকে চলে আসতে হয়েছিল বাবা ওমকারানন্দের কাছে। তাঁর কাছেই মানুষ হন তিনি। বর্তমানে স্বামী শিবানন্দ কাশীর বাসিন্দা। সেখানকারই এক আশ্রমের পরিচালনা করেন তিনি।
কিন্তু এই বয়সেও কীভাবে তিনি এত ফিট? নিজেই সেই রহস্যভেদ করলেন স্বামী শিবানন্দ। নিয়মিত যোগব্যায়ামের অভ্যাসের মধ্যে দিয়েই এটা সম্ভব। কেউ যদি রোজ এই অভ্যাসের মধ্যে থাকেন তাহলে সুস্থ দীর্ঘ জীবন লাভ করতে পারেন। বিশ্বের বহু দেশে তিনি গেছেন তাঁর অনুগামীদের ডাকে।