Latest News

শুভেন্দুর বস্ত্র বিতরণে মৃত্যুর ঘটনায় ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় পুলিশ শুক্রবার ৬ জনকে গ্রেফতার (Arrested) করেছে। ধৃতরা সকলে বিজেপি কর্মী (BJP Workers) বলে জানা গিয়েছে।

বুধবার সন্ধেয় আসানসোলের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাপক হুড়োহুড়িতে ৩ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়। এরপরই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ১০ জনের নামে এফ‌আইআর করা হয়। সেই তালিকায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির নাম‌ও আছে। তবে তাঁদের বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত কোন‌ও পদক্ষেপ নেয়নি। এদিকে যে ডেকরেটর ওই অনুষ্ঠান মঞ্চ বাঁধা, চেয়ার ইত্যাদি সরবরাহ করেছিল তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

এই গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, প্রতিহিংসার পথে হাঁটছে পুলিশ। বিধানসভা ভোটে যারা বিজেপির হয়ে কাজ করেছিল বেছে বেছে তাঁদের ধরা হচ্ছে।

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের রাজ্য সভাপতি ভি শিবদাসন দাশুর দাবি, পুলিশের অনুমতি না নিয়ে সভা করা হয়েছিল। সেই সভাতেই পদপিষ্ট হয়ে মানুষ মারা গিয়েছে। তাই পুলিশ কঠোর পদক্ষেপ করেছে।

ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী ১০ দিন পুলিশ হেফাজতের আবেদন জানান। যদিও বিচারক শেষ পর্যন্ত ৮ দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

বগটুই গ্রামে সিআইডি, রেকর্ড করবে লালনের স্ত্রী রেশমার বয়ান

You might also like