
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বঙ্গ রাজনীতিতে ফের কু-কথার স্রোত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ‘হনুমানের’ (Monkey) সঙ্গে তুলনা করলেন হাওড়ার তৃণমূল সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। পাল্টা প্রসূনকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
শনিবার বালিতে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) সমাবেশ ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বলেন, “শুভেন্দুর জন্য খারাপ লাগে, আগে কী সুন্দর দেখতে ছিল। কিন্তু এখন হনুমানের মতো হয়ে গেছে… সারাদিন খালি হাউ হাউ, হাউ হাউ করে বেড়াচ্ছে!” শুধু তাই নয়, এই প্রাক্তন জাতীয় ফুটবলার এরপর বলেন, “মমতাদিদির সঙ্গে থাকো, ভালো থাকবে। সুস্থ থাকবে, দেখতে ভাল লাগবে।” প্রসূন যখন এই কথা বলছেন তখন মঞ্চে বসে ছিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দুকে ‘হনুমান’ বলার (Compair With Monkey) পাশাপাশি প্রসূন বিজেপি ও সিপিএমকেও আক্রমণ করেন। বামেদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে কটাক্ষ করে বলেন, “তোমাদের সময় ফুরিয়ে গেছে। বল তো চা-বিস্কুটের ব্যবস্থা করছি, খেয়ে চুপচাপ বসে থাক।”
তবে প্রসূন বন্দ্যোপাধ্যায় যে এই প্রথম বিতর্কিত মন্তব্য করলেন তা নয়। মাসখানেক আগে মদন মিত্রকে রাজ্যের প্রকৃত ক্রীড়ামন্ত্রী বলেও বিতর্কে জড়িয়েছিলেন। মদন কেন মন্ত্রিসভায় নেই তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন।
উল্লেখ্য, যে শুভেন্দুকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন প্রসূন, সেই বিরোধী দলনেতার বিরুদ্ধেই রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri) ‘কাক’ বলে কটাক্ষ করার অভিযোগ আছে। আবার কিছুদিন আগেই এই অখিল গিরিই দেশের রাষ্ট্রপতির রূপ নিয়ে প্রকাশ্যেই আপত্তিকর মন্তব্য করেন।
এদিকে বোলপুরে দাঁড়িয়ে প্রসূনের মন্তব্যের তীব্র সমালোচনা করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তৃণমূলে যে যাবে সেই কালো হয়ে যাবে। ডাক্তার, শিল্পী সবার এক অবস্থা হয়। তাই উনি এমন মন্তব্য করেছেন।”
রাজনীতির পর্যবেক্ষকদের মতে, নেতাদের কোনও কথা বলার আগে আরও ভেবেচিন্তে মন্তব্য করা উচিৎ। নাহলে সমাজে তার বিরূপ প্রভাব পড়ে।