Latest News

শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, দেহরক্ষীদের গাড়ি দুমড়ে গেল

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় দুর্ঘটনার কবলে। তাঁর দেহরক্ষীদের গাড়িতে ট্রাকের ধাক্কা লাগে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাক সমেত চালক পলাতক।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দুরমুঠের কাছে। এদিন কাঁথির বাড়ি থেকে বেরিয়ে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তমলুকের ইসকন মন্দিরে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই পথেই ঘটে অঘটন। রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ঘাতক ট্রাকটিকে ধাওয়া করেছে পুলিশ।

শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের গাড়িটির সামনের দিক ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। তার আশপাশেই ছিল শুভেন্দু অধিকারীর গাড়িও। অল্পের জন্য তা রক্ষা পায়।

আরও পড়ুন: বরানগরে চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

You might also like