
দ্য ওয়াল ব্যুরো: বিনা নোটিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে পুলিশি হানার বিরুদ্ধে মামলা হল হাইকোর্টে। অভিযোগ, দু’দিন আগে নন্দীগ্রামে বিধায়কের অফিসে হানা দেয় পুলিশ। তাদের কাছে কোনও ওয়ারেন্ট ছিল না। তবু অফিসে তল্লাশি চালানো হয়।
এই ঘটনা উল্লেখ করে টুইটও করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। লিখেছিলেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বিধায়ক অফিস পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলবও করেছিলেন রাজ্যপাল।
পুলিশের এমন আচরণ নিয়ে ক্ষুব্ধ শুভেন্দু। মঙ্গলবার তিনি কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে মামলা করার অনুমতি চান। বিচারপতি রাজাশেখর মান্থা মামলার অনুমতি দেন। এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার।
আরও পড়ুন: জ্ঞানবাপীর পর মথুরার শাহী ঈদগা মসজিদ, হিন্দু মন্দিরের অংশ ফেরানোর আর্জি আদালতে