Latest News

শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ অভিষেককে, ‘নম্বর প্রকাশ করুন, নইলে বুঝব গলা নকল’

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ইডি দফতর থেকে বেরিয়ে প্রায় ৪০মিনিট সাংবাদিক বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সেখানে সবচেয়ে বড় অভিযোগ ছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আট মাস আগে ফেরার বিনয় মিশ্রর (Binay Mishra) সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁকে মামলা দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন। অভিষেক দাবি করেছিলেন, শুভেন্দু-বিনয়ের কথোপকথনের সেই অডিও ক্লিপ (Audio Clip) তাঁর কাছে রয়েছে। চব্বিশ ঘণ্টা কাটার আগেই অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু।   

শনিবার ঘাটালে জনসভা ছিল বিরোধী দলনেতার। সেই সভা থেকে এদিন অভিষেকের উদ্দেশে আক্রমণাত্মক সুরে শুভেন্দু বলেন, “অডিও আপনি প্রকাশ করুন। আমার কোনও সমস্যা নেই। মাথা আমার উঁচু। সিপিএমকে উৎখাত করেছি। আপনাকে আর আপনার পিসিকেও উৎখাত করব।”

এরপরেই শুভেন্দু বলেন, “অডিও ক্লিপের সঙ্গেসঙ্গে শুভেন্দু অধিকারীর ৯৭৩৩০৬৪৫৯৫ নম্বরটাও প্রকাশ করতে হবে। না হলে বুঝব এটাও সুদীপ্ত সেনের চিঠির মতো গলা কাউকে দিয়ে নকল করিয়ে রেখেছেন।”

কেষ্টর মতো মমতা-অভিষেককে মাটিতে শুতে হবে: দিলীপ ঘোষ

গতকাল অভিষেকের ওই বিস্ফোরক অভিযোগের পর সংবাদমাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছিলেন শুভেন্দু। বলেছিলেন, তাঁর ফোন থেকে বিনয় মিশ্রর সঙ্গে তিনি কথা বলেননি।

শুভেন্দুর এই চ্যালেঞ্জ ছোড়ার পর প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক তো বলেছিলেন, ক্ষমতা থাকলেমামলা করুন শুভেন্দু অধিকারী। এক বাপের ব্যাটা হলে শুভেন্দু সেটা করুন।কিন্তু তা না করে জনসভায় নিজের ফোন নম্বর বলছেন।”

কুণাল এও বলেন, কই শুভেন্দু তো অস্বীকার করছেন না। একবারও বলছেন না, বিনয় মিশ্রর সঙ্গে তাঁর ফোনে কথা হয়নি। এক বছর আগেও এই শুভেন্দু বলতেন, কোন পুলিশ অফিসার কার সঙ্গে কী কথা বলছেন সব কল রেকর্ড তাঁর কাছে আছে। আজ সেই তিনিই জনসভায় নিজের ফোন নম্বর বলছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক।

শুভেন্দু এদিন এও বলেন, পিসি-ভাইপোর মোবাইল নম্বর দলের এমএলএরাও জানেন না। কিছু কালেক্টর, কিছু পা চাটা পুলিশ অফিসার আর কিছু পেটোয়া সাংবাদিক ছাড়া ওদের নম্বর কেউ পান না। কিন্তু আমার নম্বর ২০০৬ সাল থেকে এক রয়েছে। বলে বিএসএনএল-এর একটি নম্বর বলেন নন্দীগ্রামের বিধায়ক। সেইসঙ্গে আরও একবার ফোন ট্যাপের অভিযোগ তোলেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

শুভেন্দু অস্বীকার না করায়, বিজেপির মধ্যেও এই কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি অন্য কোনও নম্বর থেকে শুভেন্দু কথা বলেছিলেন বিনয় মিশ্রর সঙ্গে। গেরুয়া শিবিরের কেউ কেউ এও বলছেন, এটা হয়ে থাকলে বুঝতে হবে তৃণমূলের সাজানো ফাঁদে পা দিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা।

এমনিতে অডিও ক্লিপ নিয়ে রাজনীতি বাংলায় নতুন নয়।একুশের ভোটের আগে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালকে সাহায্যের আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের কল রেকর্ড ভাইরাল করে দিয়েছিল গেরুয়া শিবির। পাল্টা এখন তৃণমূল বিনয়-শুভেন্দুর অডিও ক্লিপ নিয়ে বিজেপির উপর চাপ তৈরির কৌশল নিয়েছে। যদিও অভিষেক যে কল রেকর্ডের কথা বলেছেন, তা এখনও গোপন রয়েছে। শুধু বলেছেন, সময় হলেই সামনে আনবেন। তবে এটা ঠিক যে, শুভেন্দু একবারও এদিন ঘাটালের জনসভা থেকে বলেননি যে, পুরোটাই সাজানো, বিনয় মিশ্রর সঙ্গে তাঁর কথা হয়নি।

You might also like