Latest News

বাড়িতে নজরবন্দি থাকবেন সুশীল, স্ত্রী অসুস্থ, জামিনে মুক্তি পেলেন নামী কুস্তিগির

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রায় এক বছরের মাথায় জেল থেকে জামিনে মুক্তি (Interim Bail) পেলেন অলিম্পিয়ান নামী কুস্তিগির সুশীল কুমার (Sushil Kumar)।

২০২১ সালের মে মাসে সাগর ধনকরকে খুন করার অভিযোগে সুশীলকে গ্রেফতার করা হয়। তিনি বহুদিন লুকিয়ে ছিলেন। সুশীলের বিরুদ্ধে চার্জশিট গঠনও করা হয়।

সম্পত্তি দখল নিয়েই সাগরের সঙ্গে ঝামেলা ছিল সুশীলের। আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

সুশীল বহুদিন ধরে জামিনের আবেদন জানিয়ে এসেছেন। তাতে বরফ গলেনি। কিন্তু সুশীলের স্ত্রী শাবি অসুস্থ। দুই সন্তানকে দেখভালের জন্য বাবার প্রয়োজন। তাই সুশীলকে ছেড়ে দেওয়া হলেও তিনি দিল্লি ছেড়ে যেতে পারবেন না। বরং বাড়িতে নজরবন্দিতে থাকবেন তিনি। দুই নিরাপত্তা কর্মী তাকে চোখে চোখে রাখবেন। সুশীলের মতো নামী কুস্তিগির এতদিন ধরে জেলে থাকাও বড় বিষয়। ওই ঘটনায় তদন্ত চলছে।

ভারত-জিম্বাবোয়ে ম্যাচেও বৃষ্টির ভ্রূকুটি! ভেস্তে গেলে কি রোহিতরা যেতে পারবেন সেমিফাইনাল

You might also like