Latest News

সুশান্ত মামলা: ময়নাতদন্ত পরীক্ষা করবে এইমসের চার ফরেনসিক বিশেষজ্ঞের টিম

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ভার সিবিআইয়ের হাতে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালত সেই নির্দেশ দেওয়ার পর শুক্রবার সিবিআই চার ফরেনসিক বিশেষজ্ঞের টিম গঠন করল। নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস তথা এইমসের ফরেনসিক মেডিসিনের চার বিশেষজ্ঞ সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবেন।

সূত্রের খবর, এই টিমের নেতৃত্ব দেবেন চিকিৎসক সুধীর গুপ্ত। তিনি এইমসের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। দু’একদিনের মধ্যেই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এই টিমের হাতে অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেবে।

ফরেনসিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই টিম সুশান্তের ময়নাতদন্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখবে। কী কী ঘটে থাকতে পারে.তা সব দৃষ্টিকোণ থেকে দেখা হবে।

প্রসঙ্গত ফরেনসিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত এর আগেও বহু হাইপ্রোফাইল মামলায় যুক্ত ছিলেন। সেগুলির অন্যতম সুনন্দা পুস্কর ও শিনা বোরা মামলা।

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তারপর সময় যত এগিয়েছে ততই রহস্য বেড়েছে এই তদন্তে। অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। পাল্টা রাজপুত পরিবারের বিরুদ্ধেও বিস্ফোরক সব অভিযোগ এনেছেন রিয়া।

সুশান্তের মৃত্যুর ৩৮ দিন পর পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। রিয়া ছাড়াও তাঁর ভাই শৌভিক-সহ আরও ৬ জনের নাম ছিল সেই এফআইআরে। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, আর্থিক প্রতারণা, পরিবার থেকে অভিনেতাকে দূরে সরিয়ে দেওয়া—-রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন সুশান্তের বাবা।

সুশান্তের মৃত্যুর পর থেকেই সিবিআই তদন্তের দাবি উঠেছিল। প্রাথমিক ভাবে তদন্ত করছিল মুম্বই পুলিশ। অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে সমস্ত সম্ভাবনা খুঁটিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। বলিউডের একাধিক ব্যক্তিত্ব, সুশান্তের পরিবার, বন্ধুবান্ধব—সব মিলিয়ে মোট ৫৬ জনের বয়ান রেকর্ড করে মুম্বই পুলিশ।

You might also like