
মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যানে সংক্রমণের তীব্রতা ধরা পড়েছে। হাসপাতালের তরফে রবিবার বিকেলে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, গত শনিবার বিকেলে তাঁর মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যান করা হয়। বুকের সিটি স্ক্যানে দেখা গিয়েছে, তাঁর শরীরে কোভিড নিউমোনাইিটিসের লক্ষণ রয়েছে। পাশাপাশি হৃদ্যন্ত্রের অবস্থাও ভাল নয়। বিশেষজ্ঞরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন। তাঁর পার্কিনসনের মতো জটিল স্নায়ু রোগও রয়েছে। সব মিলিয়ে নামী এই প্রাক্তন ফুটবলারের অবস্থার কোনও উন্নতি হয়নি।
উল্লেখ্য, শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয় তিন প্রধানে খেলা এই প্রাক্তন ফুটবলারকে। তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা ছিল শুরু থেকেই। ভেন্টিলেশনের সাহায্যে প্রাক্তন এই ফুটবলারের অক্সিজেনের মাত্রা ৯৬ থেকে ১০০ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সুরজিৎ সেনগুপ্ত ভালই ছিলেন। কিন্তু সুভাষ ভৌমিক প্রয়াত হওয়ার পরেরদিনই তাঁর খুব কাশি হতে থাকে। সেইসঙ্গে হতে থাকে শ্বাসকষ্ট। তাঁকে পরেরদিনই হাসপাতালে ভর্তি করেন পুত্র স্নিগ্ধদেব। ময়দানের সকলেই তাঁর শরীর নিয়ে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন। রাজ্য সরকারও চিকিৎসার বিষয়ে সহায়তা করেছে।