Latest News

অতি সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে কিংবদন্তিকে দেখে এলেন ক্রীড়ামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ক্রমে সঙ্কটজনক অবস্থায় চলে গিয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। ময়দানের নামী এই ফুটবলার গত ২৩ জানুয়ারি থেকে করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপর থেকে জটিলতা কমেনি, বরং দিনদিন বেড়েই গিয়েছে। কিংবদন্তি ফুটবলারের নানা শারীরিক সমস্যা রয়েছে। কোমর্বিডিটির কারণেই তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে।

শুক্রবার বিকেলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দেখে আসেন সুরজিতকে। তিনিও খুব একটা আশার কথা শোনাতে পারেননি। তিনি শুরু থেকেই রয়েছে ভেন্টিলেশনে। জ্বরও এসেছে নতুন করে। হৃদযন্ত্রের অবস্থাও ভাল নয়। সারাক্ষণ ভেসোপ্রেসারের মাধ্যমে হৃদযন্ত্রকে ঠিক রাখা হয়েছে।

হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেন্টিলেশনের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশ রয়েছে। তাঁর ট্রাকিয়োস্টমি করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শারীরিক সমস্যার কারণে করা যায়নি। এই নামী রাইট উইঙ্গারের স্নায়ুর জটিল রোগ পার্কিনসনও রয়েছে। তাঁর বুকে রয়েছে চারটি স্টেনও।

তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। পিভিসি-র সাহায্যে হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করা হচ্ছে। নানা ধরনের ওষুধের জন্য তাঁর একটা ঝিমুনিভাব রয়েছে, তিনি কথা বলার মতো অবস্থায় নেই। লোকজনও তেমনভাবে কাউকে চিনতে পারছেন না।

You might also like