Latest News

মহুয়াদের মামলা শুনবে সুপ্রিম কোর্ট, মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞায় জোড়া পিআইএল

দ্য ওয়াল ব্যুরো: ২০০২-এর গুজরাত দাঙ্গা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তিন পর্বের তথ্যচিত্র বানিয়েছে বিবিসি (BBC documentary)। তা ভারতে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে তোলপাড় চলছে। এবার তা গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court)।

সুপ্রিম কোর্টে দুটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। একটিতে আছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর সঙ্গে মামলাকারী হিসেবে রয়েছেন সাংবাদিক এন রাম এবং আইনজীবী প্রশান্ত ভূষণ।

সোশ্যাল মিডিয়া থেকে যেভাবে বিবিসি ডকুমেন্টরির লিঙ্ক মুছে দেওয়া হচ্ছে তা নিয়েই মামলা। প্রসঙ্গত, ওই লিঙ্ক মহুয়া টুইট করেছিলেন। তা মুছে দেওয়া হয়েছিল।

অন্য মামলাটি করেছেন আইনজীবী এমএল কুমার। তাঁর বক্তব্য, জরুরি অবস্থার আইন কার্যকর করে এই তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যা আসলে নাগরিক অধিকার হরণ।

মামলাকারীদের আর্জি ছিল, জরুরি ভিত্তিতে এই মামলা শোনা হোক। কিন্তু তাতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলা গ্রহণ করে জানিয়েছে, আগামী সোমবার শুনানি হবে। দু’টি মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট।

মুখ্যমন্ত্রীর নাম বাদ মামলা থেকে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

You might also like