
দ্য ওয়াল ব্যুরো: তিনি মনে করেন আয়ুর্বেদ ছাড়া আর কোনও চিকিৎসা পদ্ধতির অস্তিত্বই নেই। তিনি এও মনে করেন, অ্যালোপ্যাথি মানে মানুষ মারার কল! ফলে তাঁর যা মনে আসে তিনি সাবলীল ভাবে বলে যান। থামানো যায় না। সেই তিনি যোগগুরু রামদেবকে (Ramdev) এবার কড়া ধমক শুনতে হল দেশের প্রধান বিচারপতির (Supreme Court)।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, “বাবা রামদেব কেন অ্যালোপ্যাথি চিকিৎসকদের বিরুদ্ধে উল্টোপাল্টাকথা বলেছেন? তিনি যোগার জন্য জনপ্রিয়। ভাল। তাই বলে তিনি অন্য চিকিৎসাপদ্ধতির সমালোচনা, নিন্দা করতে পারেন না। কী গ্যারান্টি আছে যে, তাঁর চিকিৎসা পদ্ধতি সব রোগ সারিয়ে দেবে?”
উল্টে গেল দুধের কন্টেনার, বেরিয়ে এল গরুর পাল! পাচারের পর্দাফাঁস পুরুলিয়ায়
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে বেশ কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন রামদেব। সেই সময়েই আইএমএ মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের মন্তব্য ছিল, এই ধরনের মন্তব্য জনমানসে বিভ্রান্তি তৈরি করবে। রামদেব এও বলেছিলেন, ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও দেশে প্রায় দশ হাজার চিকিৎসক মারা গিয়েছেন।
আইএমএ-এর ওই মামলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।