
দ্য ওয়াল ব্যুরো: দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে আজ সোমবার থেকে কাজ শুরু করবেন বিচারপতি (Judge) উদয় উমেশ ললিত (Uday Umesh lalit)। শনিবার ওই পদে শপথ নিয়েছেন তিনি। সেদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) সাপ্তাহিক ছুটি থাকায় আজই প্রথম প্রধান বিচারপতির কক্ষে শুনানি (Hearing) শুরু করবেন তিনি।
প্রথম দিন প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় ও একাধিক রাজ্য সরকারের বিরুদ্ধে গুচ্ছ মামলা শুনবে। তারমধ্যে প্রথমেই আছে কেরলের (Kerala) সাংবাদিক (Journalist) সিদ্দিক কাপ্পানের (Siddique Kappan) জামিনের (Bail) আবেদন।
প্রায় দু বছর উত্তরপ্রদেশের জেলে বন্দি এই ফ্রিল্যান্স সাংবাদিক। হাতরাশের ধর্ষনের ঘটনা কভার করতে যাওয়ার পথে যোগী আদিত্যনাথের পুলিশ তাঁকে আটকায়। উত্তরপ্রদেশের পুলিশের অভিযোগ সাংবাদিকের পরিচয় নিয়ে সিদ্দিক অন্য উদ্দেশে হাতরাশ যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
গতমাসেও এলাহাবাদ হাইকোর্ট তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়।
কেরলের এই সাংবাদিকের জামিনের জন্য লড়াই করছেন মানবাধিকার কর্মী গৌতম নাভলাখার।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা তালিকা অনুযায়ী বিচারপতি ললিত সোমবার বিচারপতি এস রবীন্দ্র ভাটের সঙ্গে এক নম্বর আদালতে বসবেন।
ওই বেঞ্চই আজ এলগার পরিষদ-মাওবাদী লিঙ্কের মামলায় অভিযুক্ত মানবাধিকার কর্মী নভলাখারের দায়ের করা একটি আপিলেরও শুনানি করবে। বোম্বে হাইকোর্টের তিনি আবেদন করেছিলেন তাঁকে বাড়িতে বন্দি রাখা হোক। তিনি অসুস্থ। কিন্তু হাইকোর্ট তাঁকে জেলেই রাখার নির্দেশ বলবৎ রাখে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
প্রধান বিচারপতি ললিতের বেঞ্চ বেশ কয়েকটি জনস্বার্থের মামলাও আজ শুনবে।