Latest News

মেয়রের শপথে ঢুকে ‘জিন্দাবাদ’ স্লোগান তুললেন তৃণমূল সমর্থকেরা, ছিলেন না বিজেপি কাউন্সিলররা

দ্য ওয়াল ব্যুরো: কাউন্সিলর এবং মেয়রের শপথ গ্রহণ, দু’দিনই কলকাতা পুরসভায় ভিড় বাড়ালেন তৃণমূল অনুগামীরা। শপথগ্রহনের অনুষ্ঠান অরাজনৈতিক। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম শপথ নেওয়ার পরই লনের পিছন থেকে তৃণমূল প্রতীক আঁকা টি-শার্ট পরা একদল যুবক স্লোগান তুললেন ‘ববি হাকিম জিন্দাবাদ। যা পুরসভার ‘ঐতিহ্য’কে ক্ষুণ্ন করেছে বলে মনে করছেন প্রবীণ পুর-কর্মীদের একাংশ।

এদিন ফিরহাদ হাকিমকে শপথবাক্য পাঠ করান মেয়র পারিষদ তথা অনুষ্ঠানের সভাপতি রাম পিয়ারি রাম। তারপর চেয়ারপার্সন মালা রায়কে শপথ বাক্য পাঠ করান। এরপর চেয়ারপার্সনেরই বাকিদের শপথ বাক্য পাঠ করানোর কথা। কিন্তু দেখা গেল মেয়রই শপথবাক্য পাঠ করালেন একাধিক মেয়র পারিষদকে। বিষয়টিতে মালা রায়কে দ্য ওয়ালের তরফে ফোন করা হলে, তিনি বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি।

আগে শপথ অনুষ্ঠান হত টাউনহলে। সব দলের কাউন্সিলররা উপস্থিত থাকতেন। ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করতেন মেয়রের সঙ্গে। এবার প্রথম থেকেই সেই পরম্পরায় ছেদ। মেয়রের আগে হয়েছে কাউন্সিলরদের শপথ। তারপর মেয়রের শপথে ঢুকে পড়লেন ‘ববি’দার অনুগামীরা। পিছন থেকে তুললেন স্লোগান। যা দেখে পুর-কর্মীদের কেউ কেউ বলছেন, ‘এরকম শপথ দেখিনি।’ কেউ বললেন, মেয়রের চেয়ারের একটা গরিমা আছে। কিন্তু সেই ঐতিহ্য আজ কোথায়।’

এদিনের অনুষ্ঠান দেখা যায়নি নতুন কাউন্সিলরদের বেশিরভাগকেই। অথচ শপথ অনুষ্ঠানে নতুনদের আসার একটা রেওয়াজ আছে। ছিলেন নির্দল কাউন্সিলররা। কংগ্রেসের সন্তোষ পাঠক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছিলেন বাম কাউন্সিলরা। ছিলেন চিকিৎসক কুণাল সরকার, শিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ। ছিলেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ক’য়েকজন ব্যক্তিত্ব। তবে দেখা যায়নি বিজেপি কাউন্সিলরদের কাউকেই।

You might also like