Latest News

রঞ্জিতে জাদেজার ৮ উইকেট, ইডেনে বাংলাকে লড়াইয়ে ফেরালেন মনোজ-অভিমন্যু

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলাকে ঘরের মাঠে ইডেনে (Eden) লড়াইয়ে ফেরালেন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। তিনি প্রথম ইনিংসেও দলকে টেনেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে ১৩টি চার রয়েছে। অভিমন্যুর সঙ্গে ক্রিজে যোগ্য সহায়তা করছেন দলনেতা মনোজ তিওয়ারি। তিনি ৫০ রানে অপরাজিত রয়েছেন।

বাংলার দিনের শেষে স্কোর ২২০/৩। বিপক্ষ দল ওড়িশার থেকে ৫৫ রানে এগিয়ে রয়েছে। শুক্রবার শেষদিনের খেলা। অন্তত ২৫০ রানের লিড নিয়ে তারা অলআউটের জন্য ঝাঁপাতে পারে।

এমনিতেই বাংলা রঞ্জির শেষ আটে পৌঁছে গিয়েছে। এটি গ্রুপের শেষ ম্যাচ। ঘরের মাঠে ওড়িশার কাছে হার মানে লজ্জার বিষয়। তার মধ্যে বাংলা শিবিরে চোটের তালিকা দীর্ঘ। পেসার আকাশদীপ সিং চোটের কারণে নেই। দলের নামী ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারের আঙুলে চোট রয়েছে।

Image - রঞ্জিতে জাদেজার ৮ উইকেট, ইডেনে বাংলাকে লড়াইয়ে ফেরালেন মনোজ-অভিমন্যু

প্রথম ইনিংসে বাংলা ১০০ রানে শেষ হয়ে গিয়েছিল। সেই ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে মেজাজে ব্যাটিং করছেন মনোজরা। এমনকী সুদীপ ঘরামিও হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন। যদিও ঈশ্বরণ এবারও দেখালেন তিনিই দলের সেরা ব্যাটসম্যান। ঈশ্বরণ টানা ভাল খেলেও জাতীয় দলে সুযোগ পান না।

এদিকে, রঞ্জিতেই দারুণ প্রত্যাবর্তন হল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। যাঁকে বলা হয় জাড্ডু নামে। তামিলনাড়ুর বিপক্ষে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮টি উইকেট। তারমধ্যে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন সাত উইকেট। বহুদিন ধরে তিনি মাঠের বাইরে ছিলেন। ফিরে এসেই তাক লাগালেন স্পিন বোলিং করে।

আইসিসি-তে সেরার সেরা বাবর, পুরস্কৃত স্টোকস, মুখ রাখলেন সূর্য

You might also like