
দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনে এতদিন যারা গাইডের কাজ করতেন, তাঁদের অনেকেরই কোনও প্রশিক্ষণ ছিল না। এবার ১২৫ জনকে গাইডের প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য। পর্যটকদের সঙ্গে ব্যবহারের আদবকায়দা, কথাবার্তা, সুন্দবনের দেখার জায়গাগুলো সম্পর্কে হাতেকলমে শেখানো হচ্ছে তাঁদের। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
‘ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট গাইড সার্টিফেকেট স্কিম’ নামে একটি প্রকল্প এ বছরের শুরুতে চালু করে রাজ্য সরকার। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় ‘গাইড’ হতে চেয়ে তরুণ-তরুণীদের মধ্যে ভালো সাড়া মিলেছে। আবেদনকারীদের বেশিরভাগই ওই জেলার।
আরও পড়ুন: কালবৈশাখীর দাপটে কাকদ্বীপে উল্টে গেল লঞ্চ, তিনজনকে বাঁচাল পুলিশ
মথুরাপুর কর্মতীর্থে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। পরে তা গোসাবা, বাসন্তী ইত্যাদি ব্লকে হবে। জেলার এক আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাজ্য কিংবা বাইরে থেকে আসা পর্যটকদের এলাকার বিশেষত্ব, ইতিহাস, মূল আকর্ষণগুলির সম্পর্কে অবগত করাতেই এই প্রশিক্ষণ। এছাড়া রয়েছে পর্যটকদের নানা কৌতূহল ও প্রশ্নের জবাব দেওয়া। এসব মাথায় রেখেই তৈরি করা হচ্ছে গাইডদের।’
প্রশিক্ষণ শেষে পরীক্ষায় বসতে হবে। উত্তীর্ণ হলে মিলবে সার্টিফিকেট। পাশাপাশি, সরকার স্বীকৃত পরিচয়পত্র এবং ব্যাজও থাকবে গাইডদের কাছে। এঁদের নামও পর্যটন দপ্তরের পোর্টালে আপলোড করা হবে। নতুনদের জন্য মোট ১৯২ ঘণ্টার (চার সপ্তাহ) ট্রেনিং হবে। আরেকটি ‘অ্যাডভান্সড কোর্স’ রয়েছে। সেটির সময়সীমা ৯৬ ঘণ্টা (২ সপ্তাহ)।