
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: জানুয়ারির ৩০ তারিখে দিল্লির রফি মার্গের স্পিকার হলে বসেছিল পুরস্কার বিতরণের আসর। সেখানেই সুন্দরবনের যুবক প্রসেনজিৎ মণ্ডলের হাতে তুলে দেওয়া হল ‘আত্মনির্ভর ভারত বিকাশ রত্ন’ ( Atmanirbhar Bharat Vikas Ratna ) পুরস্কার।
গোসাবা ব্লকের বালি ২ গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ সুন্দরবনের ( Sundarban ) মহিলাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তাঁদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাকৃতিক সম্পদ রক্ষার দিকেও নজর রয়েছে তাঁর।
মৎস্যজীবী বাবার ছেলে প্রসেনজিৎ সুন্দরবনের মানুষের কঠিন লড়াইয়ের সঙ্গে ভালোভাবেই পরিচিত। সেখানের বেশিরভাগ মানুষের জীবিকা মাছ, কাঁকড়া, মধুসংগ্রহের উপর নির্ভরশীল। সেই কাজে যথেষ্ট ঝুঁকি রয়েছে। জলে কুমিরের হানা, ডাঙায় বাঘের হামলা থেকে প্রাণে বেঁচে ফিরে আসাটাই কঠিন চ্যালেঞ্জ। যাঁরা পারেন না, তাঁদের পরিবারকেও রুজিরুটির জন্য পরনির্ভর হয়ে থাকতে হয়।
মূক বধিরদের আইপিএলে আলো কাড়বেন বঙ্গ অধিনায়ক শুভ্রজ্যোতি, পথ দেখাচ্ছেন স্ত্রী অলকা
প্রসেনজিৎ জানিয়েছেন, একবার তাঁর বাবা সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে নদীখাড়ির দিকে গিয়ে বাঘের হামলার শিকার হন। সেদিন তাঁর বাবা ফিরে আসতে পারলেও কয়েকজন সঙ্গীকে টেনে নিয়ে যায় বাঘ। ওই সমস্ত পরিবারের মহিলাদের অসহায়তা দেখে প্রসেনজিৎ কিছু করার চেষ্টা করবেন বলে পরিকল্পনা নেন।
প্রায় ৭ বছর আগে তাই তাঁর হাত ধরেই জন্ম হয় ‘সুন্দরবন ফাউন্ডেশন’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার। স্থানীয় অসহায়, দরিদ্র বিধবা ও মায়েদের নিয়ে তিনি শুরু করেন ম্যানগ্রোভ রোপনের কাজ। বদলে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার তুলে দেন। এভাবেই গোসাবা ব্লকের বালি ২ পঞ্চায়েত এলাকার বিভিন্ন নদীবাঁধে প্রায় পাঁচ লক্ষের বেশি ম্যানগ্রোভ চারা রোপণ করেছেন। শুধু তাই নয়, মহিলাদের মৌমাছি পালন করাও শেখাচ্ছেন তিনি। বর্তমানে এলাকার প্রায় পঞ্চাশ জন মহিলা মধু চাষ করে উপার্জন করছেন। একই সঙ্গে খাদি কাপড়ের সুতো কেটে ২৫০ জন মহিলাকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলেছেন প্রসেনজিৎ।