Latest News

Sundarban Water Crisis: সুন্দরবনে পরিশ্রুত পানীয় জলের সমস্যা! রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ হিঙ্গলগঞ্জে

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটের সুন্দরবনের অন্তর্গত হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কেওড়াখালি গ্রাম। যেখানে পানীয় জলের সমস্যা (Sundarban Water Crisis) নিয়েই বছরের পর বছর দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। একাধিকবার প্রশাসনের কাছে পরিশ্রুত পানীয় জলের দাবি জানিয়েও লাভ হয়নি। এবার সেই দাবি জানাতে সরাসরি রাস্তায় নেমে পড়লেন তাঁরা।

গ্রামের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, কলসি নিয়ে বসে অবরোধ (Agitation) করেন তাঁরা। দাবি, দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার গ্রামবাসী। অবিলম্বে সেই সমস্যা মেটাতে হবে প্রশাসনকে।

আরও পড়ুন: মদ বিক্রি করতেন বৌদি, ধরল পুলিশ, রাস্তা অবরোধ ঠেকের দেওরদের

মঙ্গলবার সকালে হাসনাবাদ-লেবুখালি রড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শেষে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অবরোধের ফলে দীর্ঘক্ষণ সেখানে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এই প্রেক্ষিতে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকান্ত সরকার বলেন, ইতিমধ্যে প্রশাসনের তরফে বিনা পয়সায় বেশ কয়েকটি পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি যাওয়াই কাল! রামপুরহাট অগ্নিকাণ্ডে নববধূর সঙ্গেই মৃত্যু হল নানুরের যুবকের

সূত্রের খবর, সেখানে ইতিমধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা বিশেষজ্ঞ প্রতিনিধিদল সার্ভে করে গেছে। দ্রুত যাতে পানীয় জলের সমস্যা মেটে সেই চেষ্টাই চালানো হচ্ছে।

You might also like