
দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির হিসেব জমা পড়ল সিবিআই দফতরে। সূত্রের খবর, আজ, বুধবার নিজাম প্যালেসে একটি মুখবন্ধ খামে নিজের সব সম্পত্তির হিসেব দিয়েছেন সুকন্যা (Sukanya Mandal)। তাঁর নামে থাকা সম্পত্তি, টাকা এবং গত ৫ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন তিনি।
সুকন্যার নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআই। যেসব ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে, সেইসহ ব্যাঙ্কেও হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তবে এবার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিলেন সুকন্যা। সূত্রের খবর, তাঁর নামে রয়েছে একাধিক রাইস মিল। সেই মিলগুলির আয়–ব্যয়ের হিসেব দিয়েছেন সুকন্যা (Cattle Smuggling Case)।
দীর্ঘদিন ধরেই সুকন্যার বিষয়–আশয়ের ওপর নজর রয়েছে তদন্তাকারীদের। এর আগে সম্পত্তি নিয়ে সুকন্যাকে প্রশ্ন করা হলেও তিনি সদুত্তর দিতে পারছিলেন না। হিসেব রক্ষক জানেন বলে দাবি করেছিলেন তিনি। এবার নথি দিয়ে হিসেব দিলেন। সিবিআই–এর নজরে রয়েছে অনুব্রত ঘনিষ্ট আরও এক ব্যবসায়ী।
গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআই গ্রেফতার করার পর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছেন সুকন্যা মণ্ডল। একাধিক চালকলের সঙ্গে নাম জড়িয়েছে সুকন্যার। তাঁর স্কুলে চাকরি করা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। গরু পাচার মামলার তদন্তে নেমে দেখা গিয়েছে সুকন্যার সম্পত্তির সঙ্গে তাঁর আয়ের কোনও সঙ্গতি নেই। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে এত সম্পত্তির মালিক হলেন কী করে? জানতে চায় অফিসাররা। এমনকী কোম্পানির ডিরেক্টর পর্যন্ত ছিলেন সুকন্যা।
অনুব্রতর এলাকায় ব্যাঙ্কে আগুন! সিবিআই হানা দিয়েছিল নথির খোঁজে