
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে ভরা এজলাসে সাংবাদিকদের উদ্দেশে ঘাড় ঘুরিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কাউকে ছাড়া হবে না!’ পার্থর এই ছোট্ট কথা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। জল্পনা শুরু হয়েছে, কাদের ইঙ্গিত করলেন পার্থ? যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয়, তবে পার্থর কাছে সকলের নাম বলার আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Suakanto On Partha)।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) আদালতে আনা হয়। ১৪ দিন জেল হেফাজতের পর এদিন যখন পার্থকে বিচারকের সামনে হাজির করা হয়। হাতজোড় করে দাঁড়িয়ে ছিলেন তিনি। বিচারক পুলিশকে বলেন, পার্থকে কোর্ট লকআপে নিয়ে যেতে। আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময়েই ঘাড় ঘুরিয়ে এজলাসে উপস্থিত সাংবাদিকদের দিকে তাকিয়ে পার্থ বলেন, ‘নো বডি উইল বি স্পেয়ার্ড’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কাউকে ছাড়া হবে না।0
পার্থর এই বক্তব্য টেনে বৃহস্পতিবার বিকেলে সুকান্ত বলেন, ‘নো বডি বলতে উনি কাকে কাকে বোঝাতে চাইছেন? নাম বলুন। ঢোকানোর ব্যবস্থা আমরা করব।’
এদিন ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। আদালতে এদিন পার্থর (Partha Chatterjee) আইনজীবী জামিনের আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে আগামী ৩১ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আরও জানান, জেলে গিয়েই ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি আধিকারিকরা।
পার্থ-অর্পিতার জামিন খারিজ, আরও ১৪ দিন থাকতে হবে জেল হেফাজতে