
দ্য ওয়াল ব্যুরো: মায়ের সঙ্গে মন কষাকষি করে অভিমানে আত্মঘাতী তরুণী (suicide)। মহেশতলা চট্টা কারবালা এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, ওই এলাকার বাসিন্দা ছিলেন মা জামিলা বিবি ও মেয়ে সেহনারা খাতুন। তাঁরা দু’জনেই থাকতেন গত কয়েক বছর ধরে। জামিলার স্বামী কারাম আলি মারা গেছেন আগেই। আজ, শুক্রবার সকালে মায়ের সঙ্গে মেয়ের কিছু নিয়ে মনোমালিন্য শুরু হয়।
কিছু পরে মা জামিলার চিৎকার শুনে ছুটে আসেন সকলে। দেখা যায়, নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ৩১ বছরের সেহনারা খাতুন (suicide)! পড়শিরা তাড়াতাড়ি গলার দড়ি কেটে নামান তরুণীকে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতলে পাঠা সেহেনারাকে, কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেহেনারা একটু অপ্রকৃতিস্থ ছিলেন। ঠিক কী নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, তা এখনও বোঝা যায়নি। এলাকায় শোকের ছায়া।
স্ত্রীকে খুন করে তাঁরই রাঁধা তরকারি দিয়ে রাতভর মদ! ব্যান্ডেলের ঘটনার পুনর্নির্মাণে চমকে উঠছে পুলিশ