Latest News

Suicide: কাটোয়া হাসপাতালের শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, ভর্তি হয়েছিলেন ঘুমের বড়ি খেয়ে

দ্য ওয়াল ব্যুরো: কাটোয়া মহকুমা হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার হল রোগীর  ঝুলন্ত দেহ (Suicide)। মৃতের নাম সঞ্জীব পাল (৪২)। তিনি মঙ্গলকোটের বাসিন্দা।

শুক্রবার রাতে আটটা নাগাদ হাসপাতালের শৌচালয়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এই রোগী (Suicide)। জানা গিয়েছে দু’দিন আগে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন সঞ্জীব। তখন তাঁকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অনলাইন পরীক্ষার দাবিতে আত্মহত্যার চেষ্টা, রাতে আলো নিভিয়ে পড়ুয়াদের মারধরের অভিযোগ

শুক্রবার রাতে সঞ্জীবের স্ত্রীর চিৎকারে হাসপাতালের কর্মীরা গিয়ে দেখেন শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি। নামানো হলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সঞ্জীব পালের স্ত্রী দেবিকা পাল বলেন, “আমার স্বামী অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে  বৃহস্পতিবার দুপুরে  কাটোয়া হাসপাতালের ১৩ নম্বর বেডে ভর্তি হয়েছিল। শনিবার হাসপাতাল থেকে ছেড়ে  দেওয়ার কথা ছিল। সন্ধেবেলা বাথরুম যাব বলে আমার কাছ থেকে গামছা নিয়ে  গেল। অনেকক্ষণ আসছে না দেখে  আমি দরজা ঠেলে দেখি গলায় গামছার ফাঁস লাগিয়ে  আমার স্বামী ঝুলছে।” হাসপাতাল সূত্রে জানা যায় সঞ্জীব পালের মানসিক

You might also like