Latest News

প্রবীণ এসইউসিআই নেতা, প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ সরকার প্রয়াত

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রয়াত হলেন এসইউসিআই–এর (SUCI) প্রবীণ পলিটব্যুরো সদস্য দেবপ্রসাদ সরকার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এদিন দুপুর দেড়টা নাগাদ ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৭ বছর।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দলের সব কার্যালয়ের পতাকা তিনদিন অর্ধনমিত থাকবে। এবং দলের কর্মী–সমর্থকরা কালো ব্যাজ পরবেন। ৩০ জুন সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় কার্যালয়ে (SUCI) আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভায়। তারপর জয়নগরে নিয়ে যাওয়া হবে।

১৯৭৭ সালে দল তাঁকে জয়নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী মনোনীত করে। তিনি ২০১১ পর্যন্ত টানা ৩৪ বছর বিধায়ক ছিলেন। বিধানসভার প্রতিটি অধিবেশনে উপস্থিত থাকতেন দেবপ্রসাদ। বিভিন্ন প্রশ্নে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতেন। দলের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ও অনুগত ছিলেন এই নেতা।

ছিপছিপে চেহারার দেবপ্রসাদবাবু সবসময় সাদা ধুতি–পাঞ্জাবী পরতেন। বিধানসভায় তাঁকে এক ডাকে চিনতেন সকলে। দলমত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি।

ওদের ক্ষীর খাওয়ান আর তিস্তা-জুবেইরদের জেলে ভরেন: বিজেপিকে তোপ মমতার

You might also like