
দ্য ওয়াল ব্যুরো: আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা শেয়ার দুর্নীতি নিয়ে উত্তাল গোটা দেশ। সেই আঁচ পড়েছে সংসদেও। আদানি ইস্যুতে বিরোধীরা একজোটে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছে। সেই আবহেই এবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আদানির সম্পত্তিকে জাতীয়করণ করার পরামর্শ দিলেন।
দক্ষিণী এই বিজেপি নেতা বরাবরই ঠোঁটকাটা বলে পরিচিত। অতীতেও মোদী সরকারের সমালোচনা শোনা গেছে তাঁর গলায়। বুধবার মোদী সরকারের বাজেটকে ‘মুদির দোকানের বাজেট’ বলে কটাক্ষ করেছিলেন সুব্রহ্মণ্যম। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আদানি নিয়ে বিজেপির অবস্থানের বিপরীত পথে হাঁটালেন তিনি।
বৃহস্পতিবার টুইট করে মোদীকে বর্ষীয়ান বিজেপি নেতা পরামর্শ দেন, ‘আদানি গোষ্ঠীর সম্পূর্ণ বাণিজ্যিক সম্পত্তি জাতীয়করণ করুন। পরে সম্পত্তিগুলি নিলামে তুলুন।’
উল্লেখ্য, কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় গত আট বছরে আদানি শিল্পগোষ্ঠীর বৃদ্ধি হয়েছে ধূমকেতুর মতো। কিন্তু সেই গতি ধাক্কা খায় মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টের পরেই। সেই রিপোর্ট দিয়ে দাবি করা হয়েছে, আদানিদের ব্যবসায় অনেক অনিয়ম ও জালিয়াতি রয়েছে। তারপরই ওলট পালট হয়ে যায় সব অঙ্ক। হুহু করে পড়তে থাকে আদানির শেয়ার। গতকালের বাজেটও চাঙ্গা করতে পারেনি মুম্বইয়ের দালাল স্ট্রিটকে।
আদানিকে কত টাকা ধার দিয়েছে স্টেট ব্যাঙ্ক! কতই বা নিয়েছিল পিএনবির থেকে?