Latest News

Subhas Naskar: নিকাশি ঠিক করতে কোদাল হাতে নামলেন প্রাক্তন সেচমন্ত্রী

সুভাষ চন্দ্র দাশ

নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। এর জেরে নিকাশি নালার বেহাল অবস্থা! তেমনই ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল জমে গিয়েছে ক্যানিংয়েরই বাসিন্দা খোদ রাজ্যের প্রাক্তন সেচ ও জলপথ মন্ত্রী সুভাষ নস্করের (Subhas Naskar) বাড়ির সামনেও।

এভাবে এলাকা জলমগ্ন হয়ে গেলেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। অগত্যা নিজেই বাড়ি থেকে বেরিয়ে কোদাল হাতে নিকাশি নালা পরিষ্কার করতে দেখা গেল সত্তরোর্ধ্ব সুভাষ নস্করকে (Subhas Naskar)। যিনি বাসন্তী বিধানসভা এলাকায় টানা ৩৪ বছর বিধায়ক ছিলেন।

হকারের মুখে সমাজতন্ত্রের স্লোগান, ভাইরাল ‘কমরেড সুব্রত’, দেখুন ভিডিও

তাঁর বাড়ির সামনে জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। ক্যানিং ১-এর বিডিও, বিধায়ককেও তিনি জানিয়েছেন। তাতেও কাজ হয়নি।

এদিকে, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে তাঁর বাড়ির সামনের রাস্তায় জল জমে যায়। তাই সেই জমা জল সরাতে নিজেই কোদাল হাতে রাস্তায় নেমে পড়লেন সুভাষবাবু।

You might also like