Latest News

প্রয়াত সুভাষ ভৌমিক, শোকস্তব্ধ ময়দান

দ্য ওয়াল ব্যুরো: বর্ণময় জীবনের (colourful career) ইতি। ফুটবলার থেকে কোচ, মাঠ থেকে ডাগআউট–সবক্ষেত্রের সফল (sucessful) সুভাষ ভৌমিক (subhas bhowmick) প্রয়াত হলেন (passes away)। জীবনের মাঠ ছাড়লেন ময়দানের ভোম্বল। বেশ কিছুদিন ধরে কিডনির অসুখ (kidney disease) নিয়ে একবালপুর নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। কোভিডও (covid 19) হয়েছিল তাঁর।

গত এক সপ্তাহ ধরে একবালপুর নার্সিংহোমে চিকিত্‍সা চলছিল তাঁর। মাঝে বাইপ্যাপ সাপোর্টে রাখতে হয়েছিল তাঁকে। পরে বাইপ্যাপ সাপোর্ট খুললেও মাস্ক অক্সিজেনের সাপোর্ট দিতে হচ্ছিল তাঁকে।

একদা ময়দান কাঁপানো সুভাষ ভৌমিকের নানা শারীরিক সমস্যা ছিল। আগে হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। কিডনির অবস্থাও ভাল ছিল না। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত ডায়ালিসিস চলত তাঁর।

এসবের মধ্যেই তাঁর কোভিড ধরা পড়ে। তাই ডায়ালিসিস করা যায়নি নির্দিষ্ট সময়ে। অসুস্থ হয়ে পড়েন তিনি। গত কয়েক দিন ধরেই সুভাষের অবস্থা সংকটজনক ছিল। আজ সব শেষ।

কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ এবং আশিয়ান কাপ দিয়েছিলেন সুভাষ। বলা যেতে পারে সুভাষ পর্বের পর আর সেই সোনালি সময় আসেনি ইস্টবেঙ্গলে। শুধু তাই নয় ক্রীড়া পরিকাঠামোকে আধুনিক করার প্রশ্নে ইস্টবেঙ্গলকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিলেন সুভাষ। ক্লাবে জিমনাশিয়াম, জাকুজি বসানো এসবই হয়েছিল তাঁর হাত ধরে। যা দেখে জগমোহন ডালমিয়া বলেছিলেন, সুভাষ তো ইস্টবেঙ্গল টেন্টকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বানাতে চাইছে। ওই জাকুজি দেখেই ইডেনে বসিয়েছিলেন ডালমিয়া।

You might also like