
দ্য ওয়াল ব্যুরো: দিব্যি চলছিল ক্লাস। কিন্তু আচমকাই দেখা গেল, আগুন (Fire) লেগে গেছে স্কুলে (School)। ভয়ে ছোটাছুটি শুরু করে দিল পড়ুয়ারা (students)। কেউ কেউ তো আতঙ্কে কেঁদেও ফেলল।
ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বালিগোড়ী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার প্রায় ২০০ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হয়েছিল। ১১টা নাগাদ দেখা যায়, আগুন লেগেছে স্কুলে। ভয় পেয়ে যান শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। পড়ুয়ারা অনেকেই ভয়ে কেঁদে ফেলে। স্কুলে আগুন লেগেছে খবর পেয়েই সেখানে হাজির হয়ে যান আতঙ্কিত অভিভাবকরা। খবর দেওয়া হয় দমকলে।
তবে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কণিকা দত্ত জানান, স্কুল চলাকালীন হটাৎ মিড-ডে মিলের রান্নার গ্যাস লিক করে আগুন লাগে। তবে পড়ুয়া ও অভিভাবকরা প্রত্যেকেই নিরাপদে আছেন বলে জানা গেছে। ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিশুসহ পুলকারে সজোরে ধাক্কা মারল বাস, অটো! সাতসকালে বেহালায় দুর্ঘটনা