Latest News

উপাচার্যকে ঘেরাও করল পড়ুয়ারা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, উত্তাল বিশ্বভারতী

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আবারও ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী (Viswa Bharati Protest)। ভর্তি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এদিন একাধিক দাবি নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে পড়ুয়া। যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। এরপরেই নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন উপাচার্য।

বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, উপাচার্যের একাধিক সিদ্ধান্তের ফলে বিপদে পড়েছেন ছাত্ররা। পড়ুয়াদের ভর্তি না নেওয়া, গবেষণারত পড়ুয়াদের পাঠে বাধা দেওয়া, এমনকী আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা।

ছাত্রদের প্রতিনিধি সোমনাথ সৌ, মীনাক্ষী ভট্টাচার্যরা বলেন, ‘আমরা উপাচার্যের পদত্যাগ চাই। উনি আদালতের নির্দেশ মানেন না, ভর্তি নিচ্ছেন না৷’ পড়ুয়াদের আরও অভিযোগ, উপাচার্য নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, উপাচার্যের সিদ্ধান্তে শুধু পড়ুয়ারাই অখুশি তা নন, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীদের বড় অংশও প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। এমনকী অতীতে বিক্ষোভও দেখিয়েছেন। এদিন বিকেলে ফের একবার পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্বভারতী।

শীতের বিকেলে বাঘের সাক্ষাৎ! পর্যটকদের ক্যামেরায় ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার

You might also like